চারু ঔষ্ঠে তোমার হাসি,
কপালে কালো টিপের বাহারি।
সবুজ চোখের মধ্যে স্বপ্নের নেশা,
তুমি আমার প্রেমের অ-মূল রেশ।


বেলার সঙ্গে বেলা কাটে,
তোমার মুখের জ্যোৎস্না অমিত যাতে।
তোমার হাসিতে জীবন উজ্জ্বল,
সেই হাসি আমার জীবনের অমূল্য রত্নজ্বল।


তোমার চোখে মন হারায়,
তোমার হাসিতে প্রেমে ভাসায়।
চারু ঔষ্ঠে, কালো টিপে,
তুমি আমার প্রেমের প্রাণহরা।


উৎসর্গ - প্রাণহরা।
চারুলতা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য