চাতক চায় মেঘের আশে,
মেঘ চলে যায় অন্য দেশে!
কানে শুনে শুনে গান,
ভোর হলে জেগে উঠে ক্ষণ।


মেঘ না আসলে চাতকের পানি,
দেখে পুড়ে না আসা একা নির্জনী।
চোখ পাতাল করে অপেক্ষা করে,
মেঘ আসে না তবু  ভালোবাসে।


চাতক চায় মেঘের আশে,
মেঘ চলে যায় অন্য দেশে!
আসবে না মেঘ, না আসবে পানি,
কিন্তু চাতকের আশা হারানি।


যেখানে নাই পানির স্বাদ,
চাতকের আবার প্রত্যক্ষতা।
মেঘ যাবে না পাবে না দেখা,
চাতক হৃদয়ে ছড়িয়ে থাকা।


চাতক চায় মেঘের আশে,
মেঘ চলে যায় অন্য দেশে!
চাতকের মনে জ্বলে আগুন,
মেঘ না আসলেও,
আসবে পানি।


চাতক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
রচনাকাল ২৫ শে এপ্রিল ২০২৩
সকাল ৮:২০ এএম।