এসো হে বৈশাখ, নববর্ষের সুখ আনি,
সময়ের বেগবান দৌড়ে নিয়ে আসছে পর্বণি।


ঘরে ঘরে উৎসবের শোভা, নববর্ষের আবহ,
সবুজ কান্ডে পুতুলের নাচ,
ভোরের পাখির কাঁদছে শ্রবণ।


মানুষের মনে মধুর সুর, বাজায় হারমনি,
বিকেলে সেজে আছে মেঘ,
সকালে সূর্য উদয়।


শীতের শেষে মৌসুম ফুলে ফুলে জ্বলে,
বাতাসে সেজে আছে ফুল,
সমুদ্রে নাচছে মাছে।


এসো হে বৈশাখ,
নববর্ষের আগমন,
সমস্ত দুঃখবোধ ছেড়ে দিতে শক্তি-
এই উৎসবের মাঝে।


এসো হে বৈশাখ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য