খুনসুটি আর পাগলামো-
তোমার সাথেই মানায় বুঝি;
রোজ-রোজ অভিমানের কারণ‚
সন্ধ্যাবেলায় গল্পে খুঁজি।


হাতে নিয়ে চায়ের কাপ-
আরাম কেদারায় ব্যাল্কনিতে‚
চায়ের কাপের উষ্ণ পরশ-
দু'জনের যথেষ্ট মন মেলাতে।


এক নিমেষে সবটা উধাও-
নরম কথায় বরফ গলে;
হাতের ওপরে হাত রেখে‚
সুখেরই বার্তা চলে।


খুনসুটি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।