প্রিয় দোলনা,
কেমন কাটছে দিনকাল-
ভালো আছো তো?
আমার কথা মনে পড়ে?


পাঠশালায় যাওয়ার পথে এখনও কি বাঁকা চোখে তাকাও আমার বসার স্থানে।
যে-তায় আমি বসে থাকতাম।


খানিকটা হেঁটে গিয়ে মোড়ের ওইপাশে বিদ্যুৎতের কুটি টার কাছে গিয়ে এখন ও দাঁড়িয়ে থাকো?
আমি রুম হতে বাহির হয়েছি কি-না দেখার জন্য।
তুমি বোধহয় আর দাঁড়িয়ে থাকো না আমার অপেক্ষায় তাই না দোলনা?
বন্ধুবান্ধব নিয়ে বেশ! ভালোই কাটছে দিন।


অথচ ক'দিন আগেই তোমরা তিন বান্ধবী খুব খ্যাপাতে আমাকে।
খুব শান্তি পেতে তাই না দোলনা।


আমি ওইদিন বাসায় যাচ্ছিলাম হঠাৎ তোমরা তিন বান্ধবী রাস্তায়, আমাকে দেখে তোমার দুই বান্ধবী বলা বলি করছিলো তোমাকে বলস না কেনো? চলে যাচ্ছে! বল বলস না কেনো?


দোলনা সেদিন আমাকে কি বলার জন্য তোমার বান্ধবীরা এত করে বলেছিলো?
এখনও কি না বলতে পারার জন্য আফসোস করো?


তোমরা আমাকে বেশ খ্যাপাতে কিছু আমি কাউকে কিছু বলিনি।
তোমাকে কিছু না বলার পরেও কি অবলীলায় আমার চরম ক্ষতিটুকু করলে আহা।


ওই দিন রাতের ঘটনা ভুলতে পারি নি
কি অবলীলায় আমার বিরুদ্ধে এত অভিযোগ তুললে।


তোমার জন্য দেশান্তরি হয়েছি -
তবুও কি ভুলতে পেরেছি তোমায়।
তোমাকে ভুলতে না পারাটাই আজ খাতা কলমে লিপিবদ্ধ হচ্ছে।


যাক অনেক কিছুই ব'লে ফেলাম আর কথা বাড়াতে চাই না।
তুমি ভালো থেকো দোলনা।


ইতি -
দীপ্ত।