থেমে যাবে সব দুর্যোগ
চাদর সরিয়ে কুয়াশার,
সূর্য কিরণ দেবে ঠিক;
সঠিক পথের পাবে খোঁজ।


মুছে নিয়ে মনের আঁধার
হাঁটবে আলোর পথে সব,
খুঁজবে না কেউ কানা গলি;
আলোবাতি হবে সব ঘর।


জীবন কী শুধু বেঁচে থাকা?
জীবনের মাহাত্ম্য কীসে?
জেগে থাকা, নিজেকে জাগানো!
একপা দু’পা করে, সম্মুখে আগানো!


দুর্যোগ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য