তুমি অবিরাম রাত্রি ঝরা ঘন কুয়াশা
তুমি জ্যোৎস্নাময়ী স্নিগ্ধ নিশির নীরবতা।


আমার দিবস কাটে বিবশ হয়ে -
তোমার দিকে চেয়ে।


দূর আকাশের পানে তাকিয়ে তারকা দেখে দেখে
তোমাকে ভাবিতে ভাবিতে হই সারা।


তন্দ্রচ্ছন্ন হলেই তোমার প্রেমময় মায়া -
প্রতিচ্ছায়া হয়ে আমায় ঘেরে ধরে।


নিভু নিভু  কাতর পাপড়ি মেলে খুঁজি,
এই তুমি এলে বুঝি।


দূর পাহাড়ের ছুড়ায়-
যেনো জোনাক জ্বলে।
মিট মিট হেঁসে সৌরভ ছড়িয়ে -
আমায় ডেকে নিও।


বাতায়ন খুলে বাহিরে যখন দৃষ্টি পাত হয় মোর,
হিম হিম পাবনের দোল চোখে,মুখে লাগে -
এ যেন তোমার স্পর্শ লাগে।


রূপসী কেমনে তোমায় ভুলি হায় -
তুমি আমার চাঁদের আলো, আশা, ভালোবাসা।