রাতের বেলা, স্বপ্নের মেলা,
গানের সারা প্লেলিস্ট হেলা।
শহরের সন্ধ্যা, বহিরে প্রবাহিত,
গানের ছোয়াতে মন পরিপূর্ণ।


হেডফোন মেনে নিয়েছে কান,
অন্তরের স্বরটা ভেসে যায় গান।
প্লেলিস্টে কিছু প্রিয় সুর,
আমার মনকে জাগায় ঘুরে ঘুর।


হেডফোনের সারাদিন বাজে গান,
স্মৃতির ক্ষণিকা জমে আছে প্রাণ।
জমিয়ে থাকা কিছু সুখের স্মৃতি,
গানের সঙ্গে ভাসে মিলে, অসীম সীমিতি।


হেডফোন, গান, স্মৃতির বাঁধন,
এইতো আমি, মনের অজানা পথিক।
জীবনের মাঝে গুলি সুখ-দুঃখ,
গানের প্লেলিস্ট করে তাদের মুখ।


এইতো আমি ব্যাস, হৃদয়ের মতন,
গানের স্বরে ভাসা আঁধার রাতের পান।
রাতের বেলা, সঙ্গী হলো গান,
হেডফোন, স্মৃতি ও আমি - মিলে আছি প্রাণ।


এইতো আমি ব্যাস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য