একুশ বসন্ত পেরিয়ে বাইশ বসন্তে এসে গেলাম
সেদিন ও ভেবেছিলাম তুমি আসবে -
আজও অপেক্ষায়, সেই অপেক্ষায়।।


কৃষ্ণচূড়ারা লাল রঙে ছেয়ে যাবে সমস্ত শহর -
প্রেমিক-প্রেমিকারা সাজিয়ে দিবে একে-অপরকে।
ভালোবাসা ছাড়া বেহাজারো রঙের মেলা।


সহস্র প্রেমিক-প্রেমিকার ভালোবাসা রাঙ্গাবে- তাদের নিজস্ব ভূবন।
অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখবে দুজন,দুজনাকে।
এ যেনো ভালোবাসা রাজ্যে বসবাস...


প্রেমিক - প্রেমিকার হাতে রেখে হাত,
ভেঙে দিবে সকল বেড়াজাল,
চূর্ণবিচূর্ণ করে দিবে সকল নিয়ম অনিয়ম।


ভেবেছিলাম এভাবে আসবে তুমি এক বসন্তে -
কই, এখনতো আসলে না তুমি!
অপেক্ষা, তবু অপেক্ষা করি-
কোনো এক বসন্তে আসলেই,
তুমিও আসবে চলে।


এক নিমিষেই ভেঙে দিবে আমার শত অভিযোগের প্রাচীর।
বসন্ত তো আসবেই,
তবুও চাই তোমাকে কোনো একবাসস্তি,
বসন্তে।।


একুশ বসন্ত চলে গেলো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।