একটা কবিতা লিখতে চাই আমাকে নিয়ে -
আমার চাওয়া পাওয়া নিয়ে।


একটা কবিতা লিখতে চাই -
আমার একাকিত্ব নিয়ে।
সেই একাকিত্ব নিয়ে-
যা আমাকে একেবারে ভেঙে ছুড়ে, লন্ড-বন্ড করে দিচ্ছে।


আমি আর আমি নেই,
মনে পড়ে রইলো তো রইলো ই -
কোনো এক অজানায়।


আমার চিন্তা গুলো সব
কুঁড়ে কুঁড়ে খায়।
বারবার মনে পড়ে সেই ক্ষন।


আমার মনের আকাশে নীল ব্যাধনা আর বিষন্নতা।
শুধুই বিষন্নতা।
বিষন্নতা...।