তুমি থাকবে কিছুক্ষণ?
চুলের বাজে গুঁজে দিয়ে
রক্ত জবা ফুল ।


চোখের কোনে চুপটি করে-
মুছে দিয়ে জল!
তুমি থাকবে কিছুক্ষণ?


মনের যত দুঃখ জরা-
দূর হোক আজ সবি,
ফাগুনের ওই ছোঁয়া পেয়ে
সবুজ হোক সবি ।


চন্দ্রবরণ মুখে তোমার-
ফুটুক পুষ্প হাসি।
বলি ও প্রিয়সী
ভালোবাসি...


ফাগুন হাওয়া - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
# কাব্য