ময়মনসিংহের সীমান্তে,
উঁচু উঁচু পাহাড়,
গারোদের ঐতিহ্য,
এখানেই তাদের আবাস।


পাহাড়ের চূড়ায়,
মেঘের খেলা দেখা যায়,
প্রাকৃতিক সৌন্দর্যের,
এখানে এক অপরূপ সমাহার।


পাহাড়ের পাদদেশে,
গারোদের গ্রাম,
ঐতিহ্যবাহী সংস্কৃতি,
এখানেই তাদের অহংকার।


গারো পাহাড়,
এক অমূল্য সম্পদ,
এটিকে রক্ষা করা,
আমাদের সকলের দায়িত্ব।


গারো পাহাড় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য