তুমি চলে গেছো বলে -
থেমে থাকে নি জীবনমান ও ঘড়ির কাঁটা।
থেমে থাকে নি আমাদের হেটে চলা সেই চিরচেনা রাস্তায় হেঁটে চলা পথচারি।


সকাল আটটায় এখন আর ডাক দেই না
'এই সাগর এদিকে আসো' বলে।


তুমি চলে যাওয়াতে কেবল আমার হৃদয় ক্ষতবিক্ষত  হয়ে গেছে।
আর কারও এমন হয়নি।


আমাদের হেঁটে চলা রাস্তা জানে-
তোমায় কত ভালোবাসি।
কালো বোরকা, সাদা চাঁদ জানে -
কত ভালোবাসি।
লাল ওড়না, গোলাপ জান জানে -
তোমায় কত ভালোবাসি।
জ্ঞানের মোড়ে চা স্টলের প্রতিটা প্রবীন নাগরিক জানে -
তোমায় কত ভালোবাসি।


তব -
এখান থেকে তুমি চলে গিয়ে ভালোই করেছো।
জীবনে ঘুরে দাঁড়াতে হবে!
এভাবে আর কত দিন...
তুমি ঘুরে দাড়িয়ে উজ্জ্বল করো -
তোমার পিতামাতার মুখ।
উজ্জ্বল হোক দেশ।
এটাই প্রত্যাশা!!