তীব্র জ্বর ও মাথা ব্যথায় যখন -
মাথার খুলি ফেটে যাচ্ছে
অস্থিরতায় কাটছে দিন ।


সব যেন ওলট-পালট হয়ে যাচ্ছে,
কিছুই নেই আগের মত
প্রিয়তমার বুকে জ্বলছে আগুন-
এত আগুন যে নেভানো যায় না ।


কাঁপছে রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্র
চারিদিকে হাহাকা
কোথায় অবশিষ্ট কি আছে কার?


পিতার সম্পদ বন্টন করে-
ভাই খাচ্ছে বোনকে মেরে ।


মায়ের চোখে শুকনো জল
কে দেখিবে আর?
হাহাকার ।


হাহাকার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য