জীবন কেটে যাবে ব্যাথায়,
কাউকে হারানোর ব্যাথায়।
রাস্তায় পড়ে গিয়ে ব্যাথায়,
হারিয়ে যাওয়া স্নেহের গাথায়।


হৃদয়ে স্মৃতির কোন ছোঁয়া,
আগুনের মত কাটে মনের ছোঁয়া।
মিষ্টি ছিল কিছু স্মৃতির মালা,
হারিয়ে গেল সব ভালোবাসা।


চলে গেলে নিঃসঙ্গ অভিমান,
আর ফিরে এসে বাঁচাতে কেউ নাই প্রাণ।
জীবন কেটে যাবে আমার ব্যাথায়,
কাউকে হারানোর ব্যাথায়।


কিছু কিছু শব্দ ছিল আশার স্বরে,
জানার ছিল মনের অনুভূতি আকাশে।
মাঝে মাঝে থামে কিছু আলো,
আশার আলো জাগে ভিজে আঁধার মলো।


যেখানে ছিল মিষ্টি স্মৃতির জোছনা,
সেখানে শূন্যে ফেরায় পাঠ সব পাঠক।
জীবন কেটে যাবে আমার ব্যাথায়,
কাউকে হারানোর ব্যাথায়।


হারানো ব্যাথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য