হৃদয়ে ক্ষত নিয়ে আমি বসে আছি,
মনে পড়ে সেই দিনগুলি যখন ছিলাম খুশি।
সেই দিনে আমার হৃদয় মুগ্ধ হতো,
যেন সারাদিন সোনার সকাল হতো।


এখন আমার হৃদয় ভাঙ্গা হয়ে গেছে,
বিপন্ন স্বপ্নে আমি ভরা হয়ে;
একা বেসে আছি এই রাতে।
হারানো একটি মানুষের মত আমি,
যার জীবনের সব সুখ চলে গেছে দূরে।


জীবন একটি দাঁড়ানো ঘরের মতো,
যেখানে মানুষ, মানুষের মন নিয়ে খেলা করে ।  আমার হৃদয় মেরে গেছে সে খেলার মতো,
নেই সেই সুখের ঘরে বসে থাকা ।


সেই সুখের ঘরে এখন আমি জানি না কোথায়,
মন ভালো নেই,মন ভালো নেই
উদাসীন মনে কবিতা লিখি এই রাতে।
সেই সুখের ঘর ফিরে আসব কখনো না জানি, হৃদয় ভাঙ্গা থাকলেও বসে থাকতে হবে জীবনের পাঁচালি দিয়ে।


হৃদয়ে ক্ষত - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য