সুখে থাকিস জলপ্রপাত
পাহাড় নিয়ে একান্তে।
উপত্যকা ভালো থাকিস
সবুজ ছুঁয়ে দিগন্তে।


ফেরার ঘন্টা তুলছে আওয়াজ
ডাকছে সময় দরজাতে।
কয়েকটা দিন ঘুরে গেলাম
তোর বসতে' ঘরটাতে —


আসছি এবার‚ ভালো থাকিস-
থাকলে আয়ু কপালে।
হয়তো বা ফের কাটিয়ে যাবো
তোদের পাড়ায় সে কালে।


গোধূলী বেলার মিলন সাঁঝে-
জীবন বৈঠা আঁকড়ে ধরে‚
ছন্দের টানে ভাসিয়ে দিয়ে-
ইচ্ছের স্রোতে আবেগ লড়ে।


সন্ধ্যার জানলায় সাক্ষী তারা-
মৌনতার আবেশ মেখে‚
কতো শব্দ মিলিয়ে যাবে-
কথাদের গোপন রেখে।


গোপন রেখো কথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য