যদি একটিবার প্রাণ ফিরে পাই
তবে প্রাণনাথ হব;
ভালোবাসায় বাসাবো গা
উদয়স্থ হবে প্রণয়।


থেমে থাকা নদীতে হবে স্রোত,
মজে যাওয়া গোলাপ ও ফিরে পাবে প্রাণ।


তোমার যে ঠোটে চুমু খেয়েছিল প্রাক্তন প্রেমিক
সেই নষ্ট ঠোট খসে পড়ে ফুটবে অনিন্দ্য গোলাপ।


যদি প্রাণ ফিরে পাই;
তবে প্রাণনাথ হব,
ঊষা হয়ে কাটবো ধোঁয়াশা।


ষোড়শীর প্রেম হবো, শ্যামের বাঁশি হব;
হব তোমার চোখের কাজল,
না বলা সেই কথা হব,
সময়ে-অসময়ে জড়িয়ে ধরব।
যদি একটিবার-
শুধু একবার প্রাণ ফিরে পায়
তবে প্রাণনাথ হব।


প্রাণনাথ হবো - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য