অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই কি-
মানুষ হওয়া যায়?
চেহারা মানুষের মত হলেই কি-
মানুষের দলে হয়!


মানুষ তো কেবল একটা‚
পোশাক বা খোসার নাম;
চামড়া আর রঙে তারা..
নামের সর্বনাম।


কাকে মানুষ বলে ডাকে মানুষে?
যে মানুষ নয়!
সে'তো মানুষ ধারন কারি‚
একটা কাঠামো হয়!