অনাগত মেঘ জমানো আবেগ
ভেঙে দিতে পারে সব,
তাই বলে স্মৃতি গুলো,
মুছে ফেলা সম্ভব?


জানো নাকি ঢেউ,
তীরে গেলে কেউ;
নিতে নাহি পারে ঘরে,
আপন থাকিতে মরমে না মরে-
ব্যাথা পাও কেনো পরে।


ব্যথিত হৃদয়ে নিভৃতে কেনো-
এখনও মুর্ছা যাও,
কোন আশায় তুমি -
আসি বলে ফিরে।
সাজাও বাসর ?


খেলা ঘর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য