আমি নির্লজ্জ, আমি বেহায়া,
আমার মান-সম্মান নাই।
কারণ আমি বাংলাদেশের খেলা দেখি,
বাংলাদেশের খেলায় শুধু হার দেখি।


হারের দিনে সবুজ ফিল্ডে দাঁড়ি,
মায়াজালে জুড়ে আমরা খেলা শিখি।
যখন প্রতিদিন সূর্য উদয় হয় ,
মনে থাকে আমার বাংলাদেশের স্নেহ ও প্রেম।


স্বপ্নের বাংলাদেশ, আমার প্রতিদিন,
খেলা দেখি মন ভরে যতটুকু দিন।
হারের পরেও আমি আশা রাখি,
বাংলাদেশের খেলা বদলে দিবে আমাদের ভাগ্য।


হার্ট  অ্যাটাকের আগেও হাসি চেয়ে,
বাংলাদেশের খেলায় বিজয় অপেক্ষা করি।
আমরা একসাথে দিব শক্তি এবং উৎসাহ,
বাংলাদেশের খেলায় হবে বিশ্ব জয় ।


খেলবে টাইগার জিতবে টাইগার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য