প্রিয়,
ভালো আছো নিশ্চয়।
তোমার  নব নব প্রেমিকরা কি -
আমার চেয়েও বেশি ভালোবাসে?


তোমাকে দেখার জন্য কি -
বাদলের দিনে তোমার হেঁটে চলা রাস্তায় দাঁড়িয়ে থাকে?
যেমন টা আমি দাঁড়িয়ে থাকতাম।


না-কি দাঁড়িয়ে না থাকলে-ও তোমার কিছু  আসে যায় না।
কিন্তু আমার বেলায় এর বিপরীত ছিলো
কোনো কারনে দেরি হয়ে গেলে -
আমাকে দেখতে না পেলে কত ঝগড়া, মান-অভিমান।


এখন তুমি আছোই বেশ!
তবে লোকমুখে কেনো শুনি হও-
ভিতরে ভিতরে শেষ।


এখন রাত্রি জেগে কোনো নাম জপো,
খুঁজো বৃষ্টিতে ভিজে?
ছেড়ে গেলে তো নিজের অজুহাতে,
তবুও কেনো আজও হৃদয় পুড়ে??