প্রিয়তমা
তোমাকে একটিবার দেখতে পাবো এই ভেবে
আমি সকল কর্ম ফেলে বসে থাকি তোমার ফিরার রাস্তায়।
কখনও দেখা হয়, কখনও হয় না।


তোমার দেখা পেলে আমি এক সমুদ্র মুগ্ধতা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি অবাক দৃষ্টিতে।

প্রিয়তমা,
তুমি কি বুঝনা?  তোমার জন্য আমার কি যে ব্যাকুলতা।


একদিন রাতে তুমি ফিরছিলে
লাল ওড়না গায়ে।
অর্ধ আলো'তে তোমার মুখখানা
যেনো জ্যাতি ছড়াচ্ছে।


প্রিয়তমা,
আমি কখনও তোমার সামনে বলতে পারব না
আমি তোমাকে ভালোবাসি।
কেনো জানি খুব ভয় হয় আমার, খুব ভয়।