অন্ধকারে ঢাকা আকাশ, বাতাসে শোকের রোদ,
কিংবদন্তীর মৃত্যুতে, বেদনা বিষণ্ণতায় ভোদ।


দীর্ঘশ্বাসে ভারাক্রান্ত, করুণ কান্নার সুর,
কত স্মৃতি, কত গল্প, হারিয়ে গেল অন্ধকারে ধূর।


যুগ যুগ ধরে টিকে থাকা, অমর কাহিনী,
আজ হারিয়ে গেল চিরতরে, ঝরে গেল অশ্রুজলিনী।


কত প্রজন্মের অনুপ্রেরণা, ছিলেন তিনি,
কত সাহস, কত ত্যাগ, ছিল তার বুকে লুকিয়ে।


মৃত্যুর কালো থাবা, এসে পড়েছে যখন,
কিংবদন্তীর মৃত্যুতে, বেদনায় কাঁপছে মন।


কিন্তু স্মৃতি অমর, গল্পগুলো চিরন্তন,
কিংবদন্তীর মৃত্যুতে, হবে না কখনো হতাশ।


তার কর্ম, তার আদর্শ, হবে আমাদের পথপ্রদর্শক,
কিংবদন্তীর মৃত্যুতে, হবে না কখনো বিষণ্ণ বেদনাক্লিষ্ট।


শ্রদ্ধাঞ্জলি জানাই, কিংবদন্তীর প্রতি,
তার স্মৃতি চিরকাল থাকবে, আমাদের হৃদয়ের বুকে।