- কবি!
- কিছু লিখো,
- কি লিখবো?
- গান কিংবা কবিতা।
- গান লিখতে পারি কিন্তু ঠিকটাক গায়কীয় না আসলে?
গান বরং থাক।
- তাহলে কবিতা লিখো?  এক পঙক্তি কবিতা!
- কবিতা? কবিতা আমার মূর্ত ভাবনা।
আমার বলা প্রতিটি কথায় এক একটি কবিতা।
- তাহলে! তাহলে কি কিছুই লিখবে না?
প্রায় ই-তো দেখি এটা সেটা নিয়ে লিখো! লিখো কিছু,
- লিখলাম ভালোবাসা।
- ভালোবাসা?
- হ্যাঁ, ভালোবাসা। এই ভালোবাসার জন্য হয়েছে ইতিহাস। কতজন হয়েছে অজেয়, অমর। কেউ কেউ আমার মতো শেষ বয়সেও অপেক্ষা করছে ভালোবাসার।
কেউ একজনের ফিরবার অপেক্ষায়।


কবি লিখো - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য