প্রভাত ও নিশি
তোমাকে একটিবার দেখবো বলে
কিছুদিন পূর্বে ও কি যে ব্যাকুল হতাম তুমি জানতে।
এখন তুমি জেনে ভারি অবাক হবে -
যে এখন আর পূর্বের ন্যায় ব্যাকুল হই না।


কেনো হই না?
সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়-
লাল ওড়না।


সেইদিন রাতের কথা
ভুলে যেতে পারিনি গো।


আমার বিরুদ্ধে কত শত মিথ্যে অভিযোগ।
আহা লজ্জা, কি যে লজ্জা।
আমি তো তোমাকে কোনোদিন কিছুই বলিনি -
তুমি সেটা খুব করে জানতে।
তবুও এত অভিযোগ।


সে-দিন আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারিনি গো ।
আমার সারাজীবনের মান সম্মান সব অমন করে ধুলিস্যাৎ হয়ে যাবে।


বিশ্বাস করো এখন আর তোমার অপেক্ষায় থাকি না।
তুমি কখন আসলে -
কখন গেলে।
আমি তাকিয়ে ও দেখি না।
আর কখনও কোনোদিন ও দেখবো না।।।