আর কখনও বিরক্ত করবো  না
কথা দিলাম।


কখনও তোমার কাছে আসবো না
ভালোবাসার দাবি নিয়ে কথা দিলাম।


আমি চাই না তুমি কষ্ট পাও।
আমায় তুমি ক্ষমা করো।
যদিও আমি ক্ষমার অযোগ্য।
তবুও বলছি আমাকে ক্ষমা করে দিও তোমরা।


তোমাকে কাঁদিয়েছি নিরবধি,
জানো কোনো ইচ্ছে ছিলো না আমার।
আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা।


একটু ভালো থাকা একাকিত্বের অবসান।
কেউ ভালোবাসে না, কেউ বুঝতে চেষ্টা করে না।
অবহেলা আর অবজ্ঞায় আমি আজ ক্লান্ত।