কথায় কথায় কথামালা,
তোর গলায় রোজ পরাতাম।
সেদিন কথাকলি লাল পাথরে,
ঘর বানালাম করুণাময় প্রভাতে।


কথা ছিল কথাকলি,
মনের যত অলিগলি।
আমরা দোঁহে পেরিয়ে যাবো,
হাজির হবো তেপান্তরি।


এখনো রাত্রি দূরে,
বৈঠা বেয়ে এগিয়ে যাব।
সুখের চরৈবেতি মন্ত্র নেব',
সবাইকে সম্মান দেব যাব।


কথাকলি বলে না হয় তো বলা,
কথার মতো তুলে নিয়ে চলা।
সুখের আশা,
কথাকলির ভাঁজে,
জীবন সফল নির্বিঘ্নে।


কথাকলি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
#দীপ্ত