প্রভাতে ও নিশিতে দেখি
রূপের ঝড়ঝড়ি।
লাল ওড়না, মুচকি হাসি।
নাম না জানা ফুল
দেখি হই  আকুল।
কোথায় আমি, কোথায় তুমি
তবুও তুমি চাঁদের হাসি।
উদাসীন হাওয়া, সুন্দরীতমা।
শোভিত শ্রাবণে মধুর কূজন
এ যেনো হাজারো সুরের মধুর মিলন।
আকাশে উড়ে শঙ্খচিল,
তার সাথে তোমার একখানা মিল।
সে পাড়ি দেয় দিগন্তের পর দিগন্ত,
তুমি সৌন্দর্যের উচ্চতায় অনন্ত।
নয়ন আমারে শুধায়
কি দেখেলি জীবনে হায়?
তোমার রূপের মহত্ব
শোনাই আমি আমায়।।