যেদিন তুমি ল্যাভেন্ডার ব্লু শাড়ি পরে,
কোমল কানে ঝুমকো ঝুলিয়ে চালো,
ভ্রমর কালো চুলে কাচা গারবেরা লাগিয়ে,
নীলচে চোখে কাজল মেখে-


সেদিন সামনে এসে, আড়-চোখে তাকালে,
সব স্মৃতির সরণী চোখের জলে মিলালে,
তোমার সে চোখে লুকিয়ে থাকা অপ্রকাশিত ভালোবাসা,
আমি অচেতনেই সেই স্বপ্নে দেখি তোমায়।


সেদিন থেকে নতুন করে বেচে থাকার ইচ্ছে,
আমার হৃদয়ে জাগে, ভালোবাসার মায়ায়।
যে ভালোবাসা ছিল নিদ্রাভঙ্গা, সে বোধহয়ে উঠে,
তুমি আসলে সেদিন, ধরলে হাত ভালোবেসে।


উৎসর্গ Md Nayem Sheikh


ল্যাভেন্ডার ব্লু শাড়ি -কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য