উঠো হে জীবন, উঠো একবার,
গড় তোল নিজ উদ্দেশ্যে-
তুলে হাত মালিকের দরবার;
পাপ কর্মে মনোযোগ না দাও,
সঠিক কর্মে অগ্রসর হও, প্রত্যক্ষ দিকে তাকাও।


জীবন সর্বহারা যেন না হয়,
যেন আগামীর উজ্জ্বল দিনগুলো-
প্রতিফলিত হয়;
জীবনের হারা গুলো ছিল-
জীবনের ই অংশ আর কিছু নয়;
উত্থান পতনে গড়া জীবনের পথে এগিয়ে যাও, শক্তি সঞ্চয় কর, আলোকিত হও,
নিজের উদ্দেশ্য সামনে নিয়ে বাড়াও হাত।


যদি সঠিকভাবে কাজ করো তুমি,
তবে নিজ কর্মে বড় হবে তুমি;
পাবে উত্তম কিছু যার প্রত্যাশায় তুমি,
সুখ-শান্তি অপেক্ষায়,জীবনের কাছে;
তোমার ভালোবাসা ছিল সর্বদা।


উত্থান পতনে গড়া জীবন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য