সোনালী রোদের আলোয় ঝলমল করে ধরনী,
পাখির কলতানে মুখরিত আকাশ,
নদীর স্রোতে বয়ে চলে জীবনের গান,
প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন।


ফুলে ফুলে ভরে ওঠে বনানী,
কোকিলের কুহুতানে মন হয় হারা,
সবুজের সমারোহে মন যে পূর্ণতা পায়,
প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন।


ঝর্ণার কলতানে মন যে উতলা হয়,
পাহাড়ের চূড়ায় মন যে উড়ে চলে,
নদীর তীরে বসে মন যে গান গায়,
প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন।


বৃষ্টির রিমঝিমে মন যে ভিজে যায়,
ঝড়ের তীব্রতায় মন যে থরথর করে,
মেঘের গর্জনে মন যে কেঁপে ওঠে,
প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন।


সূর্যাস্তের আভায় মন যে বিষণ্ণ হয়,
রাতের নিস্তব্ধতায় মন যে ভীত হয়,
চাঁদের আলোয় মন যে शांत হয়,
প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন।


প্রকৃতির সান্নিধ্যে মন যে প্রফুল্ল হয়,
জীবনের প্রতি ভালোবাসা জাগ্রত হয়,
মনের ভেতরের দুঃখ-কষ্ট সব দূর হয়,
প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন।


প্রকৃতির উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকুক জীবন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য