এই ব্যাস্ত নগরীতে অন্ধকারে কে রাখে কার খোঁজ?
প্রয়োজন ফুরালে প্রিয়জনও হয় নিখোঁজ!


হৃদয়ে প্রতিকূল দিনের ঘণ্টা বাজে,
মানুষ কেঁদে থাকে নিঃসঙ্গতা ভাজে।
এই শহরে ভরেছে অভাবের রাজ,
খোঁজে ঘুরে বেড়ায় প্রাণ তৃপ্তির স্বাদ।


প্রিয়জন ছুঁয়ে আসে হৃদয়ের মাঝে,
স্নেহ নিয়ে আসে আমার জীবনের রাজে।
ব্যাথা দূর করে আনে তার মৃদু কণ্ঠে,
শান্তি দিয়ে ঘর ভরে সবার হৃদয়ে।


এই ব্যাস্ত নগরীতে কে রাখে কার খোঁজ?
প্রয়োজন ফুরালে প্রিয়জনও হয় নিখোঁজ!


প্রতিটি মানুষের পেছনে গোপন আশা,
আপনার দিকে সারাদিন দেখছে দৃষ্টি মাতাতা।
স্বপ্নের মতো উঠে আসে আশার মালা,
কেঁদে থাকে মন যখন বিপন্নতা।


চাঁদের আলো জ্বলে দিলে নতুন আশা,
কেঁদে থাকে কেউ দূরের অপেক্ষা।
সমস্যার মেঘ ভাসায় তার শান্তির বৃষ্টি,
প্রিয়জন ছুঁয়ে আসে মনের নির্বাণে।


এই ব্যাস্ত নগরীতে সবাই খোঁজে আছে,
প্রেমের অভাবে ভরা আত্মীয়ের ছায়া।
প্রয়োজন হলে স্বপ্নের মায়ের কলিজা,
সবাই পেলে সমৃদ্ধি এই নগরীর রাজা।


নিখোঁজ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য