গরাদ শোকে সূর্যমুখী
খয়েরি কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায়;
কেবল ই তোমায়।


তোমাকে জানিনা প্রিয়
জানো‌ না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়!


দু'চোখে তার পান্না বাহার‚
কান্না জমায় কথায় কথায়;


তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়!
তুলনাহীনা জলের কিনার—


বড্ড অভিমানী প্রিয় তুমি-
অভিমান তোমার মূর্ত ভাবনায়!
সলিল আঁখি, নিষ্পাপ মন-
কন্ঠ তোমার অতি মনোহর।
বিমোহিত হই বারংবার -
কেবল ই কর্ণে বাজে;
তোমার ওই মধুর কন্ঠ স্বর।


-


মধুর কন্ঠ স্বর কবিতাটি প্রিয় বোন মধুর কন্ঠ স্বরের অধিকারী Sanjin Shimu কে উৎসর্গ করলাম।