আমি কেউ নই,
কোনোদিন কিছু ছিলাম ও না বটে।
দেহের ভিতরে দেহ,তুড়িতে নিশ্চিহ্ন ।  
আমি গাছের ভেতরে গাছ, গাছের নিচে ছায়া।

আমি দেখতে মানুষের মতো-
কিন্তু মানুষ নই।
কেবল-ই  প্রতিচ্ছবি, একটি আদল।
আমি কেউ নই,
কোনোদিন কিছু ছিলাম ও না বটে।
আমি মানুষের মতো -
এক মুখোশ মানুষ ।
আমি মৃত,কেবল ছায়া।


দেখতে মানুষের মতো হলেও -
কিন্তু মানুষ নই, মুখোশ মানুষ ।
আমি কেউ নই,
কোনোদিন কিছু ছিলাম ও না বটে।
আমি ছায়ার ভেতরে শরীর।
ছায়া কায়া মিশে-
এক মুখোশ মানুষ ।
আমি কেউ নই,
কোনোদিন কিছু ছিলাম ও না বটে।


মুখোশ মানুষ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।