মুক্তডানার বালক
ভুলে যাও প্রিয় মাঠ তার,
ছায়াবৃক্ষ পুঞ্জমেঘ যতটুকু যা
কেন শুষ্ক মস্তিক জাগাও বারবার!


জানালার শার্সিতে আসা রোদ
শুদ্ধ হতে চেয়ে হারিয়েছে কতবার
চেনা পথ থেকে, গুনা নাই!


মুক্তডানার বালকহৃদয়
যেন অমল স্মৃতিবহ ট্রেন,
ক্লান্ত হয়ে দাঁড়িয়ে
অজানা ভুল কোনো স্টেশন!


মুক্তডানার বালক - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য