মরিলে দেখতে আসো মানুষ,
বেঁচে থাকতে নেও না খুঁজ।
অচেনা দিকে নেই তার পথ,
দুরের স্বপ্নে আত্মঘাতী হতে তাকে দেখি।
হে মানুষ, এ কেমন তুমি?


জীবনে যখন ছিলো দুঃখ,
তখন তোমার ছিলো মুখ লুকোনো।
এখন সে চলে গেছে দূরে,
তোমার বুকে জাগে অপার অনুভূতি।


ফুল দিয়ে ভরো তার সমাধি,
কান্নায় ভিজে তার কবর।
কিন্তু সে তো আর ফিরে আসবে না,
তোমার অশ্রুতে তার কোনো লাভ নেই।


বেঁচে থাকতে যখন ছিলো,
তখন তোমার ছিলো অবহেলা।
এখন সে চলে গেছে চিরদিনের জন্য,
তোমার বুকে জাগে তীব্র অনুশোচনা।


হে মানুষ, এ কেমন তুমি?
মরিলে দেখতে আসো,
বেঁচে থাকতে নেও না খুঁজ।


শেষ কথা:


মানুষের এই স্বভাবটাই বেশ আশ্চর্যজনক। বেঁচে থাকতে যখন কাউকে আমরা উপেক্ষা করি, তখন তার মৃত্যুর পর আমরা তার জন্য কাঁদি। এটা কি আমাদের ভণ্ডামি নয়?


আমাদের উচিত বেঁচে থাকতে যাদের ভালোবাসি তাদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো। কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না।


মরিলে দেখতে আসো মানুষ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য