অসুস্থ শরীর, ক্লান্ত মস্তিষ্ক,
প্রতিদিনের যত্নে পড়ে যায় ক্রীড়া বিস্তার।
প্রশান্তি খুঁজি সব প্রয়াসে, অবসানে,
প্রেরণা পেয়ে যায় আবার জীবনে উৎসাহে।


ঘুম কমে যায়, আঁখের নীচে কালো ছায়া,
তবু মনে পোড়ানো স্বপ্ন কী যে আছে মায়া।
শরীরের অসুখ মধ্যে মস্তিষ্ক সচেতন,
জীবনের সংঘর্ষে সাহসী হওয়ার প্রেরণা অচেতন।


অসুস্থ শরীর, আমি তোমাকে বুঝি,
ক্লান্ত মস্তিষ্ক, তুমি হো না দুঃখী।
উত্তরাধিকারী হোক সেই অবিচল সাহস,
জীবনে সফলতা হোক সুস্থতা।


মস্তিষ্কের অসুখ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য