মেঘনার এক চিলতে রোদেলা উঠোনে,
মধুবনের কিনারে আমাদের মধুমাস।
বসন্তের মুগ্ধ আবেশ মেলে,
মনের প্রাণ উঠে পাখির গেলাস।


পুঞ্জের মেঘে করুণ প্রভাত নগ্ন,
মৃদুভাষী বাতাসে মধুর সুগন্ধ।
শ্যামলচে নদীর মাঝে পথ হাঁটে,
বাংলার মাতাল সপ্তসমুদ্রের গান।


মধুমাসের মাতাল উল্লাস হে,
প্রাণ ফেরিয়ে আন সুখের বিলাস।
পুরনো গল্পের পাতা খুলে দাও,
প্রেমের পালাশে মুগ্ধ স্মৃতির আলাপ।


মধুর মৌন সপ্তরত্ন ক্ষুদ্র মনের,
হৃদয়ে বাঁধা আকাশের তারাগুলো।
সেই মেঘনা আমাদের পথ দেখায়,
মধুমাসের মাধুরী চিত্রে মগ্ধ হয় মন।


মেঘনার চিলতে রোদেলা উঠোনে,
মধুবনের কিনারে আমাদের মধুমাস।
শুধু তুমি আমাদের সাথে থাকবে,
সবুজ প্রকৃতির ভূমিকায় পূর্ণিমা উদাস।


মধুমাস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
উৎসর্গ - প্রিয় স্যার মাহমুদুল হাসান (প্রভাষক বাজিতপুর সরকারি কলেজ।)