ময়মনসিংহের স্নিগ্ধ পানির ধারে,
স্পন্দন আমার প্রথম প্রেমের স্পর্শে।
ব্রহ্মপুত্রের কূলে গল্প শুনি প্রাচীন,
জনপদের মধ্যে ভুমিকে গড়ি শেষ মিলন।


পানির নীল ছায়ায় আমার ছোঁয়া,
যেখানে প্রতিসন্ধি নাই, শুধু অপরূপ ছায়া।
যেখানে আমার যে পাগল মন,
যেন আমি এখানে জন্মেছি পুনঃ ও পুনঃ।


পৌরাণিক গন্ধে যেন কিংবদন্তি ভাসে,
আমি এখানে বিস্ময়ে মোর অবশেষ বাক্য আসে।
এক সোনালী মেকুরের মিষ্টি চোখের কোণে,
ময়মনসিংহের সব কথা, হৃদয়ে রেখে আমি গোপনে।


ময়মনসিংহের মায়া - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য