একটি নদীকে ভালোবাসি-
বলেছিল নদী জল করিবে দান,
ক্লান্ত পথিকের গলা শুকিয়ে কাঠ-
তৃষ্ণার্ত পথিক ছিল অপেক্ষমাণ.!


নদীর ছিল চঞ্চলা গতি-
আজ সে নদী স্থির অতি,
ঢেউহীন আজ শান্ত নদীর জল..!
নদীকে ভালোবাসি বললেই আঁখি-
হয় অশ্রুতে সজল..!!


নদীর ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।