শুভ জন্মদিন প্রাণের কবি,
প্রেমের কবি, বিরহের কবি,
বিদ্রোহী কবি, আর্ত-মানবতার কবি,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।


আপনি এবং আপনার সৃষ্টি ছিল,
আছে এবং থাকবে স্ব-মহিমায়।


কবিতা তুমি, মুক্তমনা বাণী,
বীর শব্দে জন্মে তোমার অর্জনি।
আলোর বাতাসে তোমার বাজে,
সত্যের আনন্দে সবার সাথে।


তোমার কবিতায় জগত জাগে,
উদ্দীপ্ত হয় মন বাগে,
ভালোবাসা একটি উজ্জ্বল অগ্নি,
প্রতিদিন জ্বলে নজরুলের কবিতা খানি ।


স্বাধীনতার উত্থানে তোমার কবিতা,
আবারও জাগে রাষ্ট্রপিতা।
শহীদের কন্ঠে বজ্রপাত ধারে,
তোমার কবিতা মুক্ত ভাবে।


কবি নজরুল, তুমি আমার গুরু,
তোমার কবিতা আমার শিক্ষা।
তুমি আমার হৃদয়ে বাজা বাণী,
সময়ের আগামে মন জ্বলায় ছানি।


শুভ জন্মদিন প্রাণের কবি,
বাংলার উজ্জ্বল কারিগরি।
প্রেমের, বিরহের ও সংগ্রামের কবি,
জন্মদিনে নজরুল হৃদয়ে ধরি।


নজরুল জয়ন্তী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য