সকাল বিকাল যাও বৃষ্টি,
দুলিয়ে কোমর খানি,
মুগ্ধ হয়ে তাকিয়ে রই
কিংবা তোমার সঙ্গে যাই
বলি দুইটি কথা-
ভালবাসি,ভালবাসি।


তুমি বৃষ্টি হও উদাসী,
পাও শুধু লজ্জা-
বলি এমন লজ্জা পেলে বৃষ্টি
কেমনে করে হবে মধুর সৃষ্টি?
বৃষ্টি তুমি বড্ড উদাসী,
উদাস তোমার মন।


অভিমানী বৃষ্টি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য


উৎসর্গ : ছোট ভাই অমিত।