সিন্ধ হাওয়া উথাল ঢেউ
জোয়ার ভাঁটার দৃশ্য,
হৃদয় মাঝে বিরাজ করে
অদ্ভুত এক স্পর্শ।
বেলা ডোবে যায়
স্মৃতি রেখে যায়।
কিছু গল্প কাহিনি
পথে মৃদু রোদ যেনো হাসে মিট মিট করে।
হায় একি অপরূপ দৃশ্য
মন করে মাতাল।
প্রকৃতির টানে
অচিন রেখায়।
আমার অনুভূতি জাগে
পাখির কলরব শোনার
এই বাংলার গ্রামের মেঠো পথের মাঝে।
আমি যেন হারিয়ে যাই অজানা দিগন্তে।