ঐ সব বখাটে ছেলেদের মতো পিছু হাঁটতে পারিনি বলে
কি ভালোবাসা পাবো না?
তোমার কথা ভেবে হাত কাটতে পারি না বলে,
কি ভালোবাসা পাবো না.?
ভালোবাসার স্থান তো হাত কাটা,পিছু হাঁটতের চেয়ে অনেক উর্ধে নয়ন তারা।
একজনকে ভালোবেসে ছিলাম, তাকে পাইনি!
তাই বলে কি তোমার ভালোবাসা পাবো না।
একি হয়?
তোমার আমার বাড়ির স্বল্প দূরত্ব তা তো বাঁধা হতে পারে না।
নয়ন তারা মন থেকে চাইলে সব সম্ভব।।
তোমার মতো রমনীই হোক আমার জীবন।
বিস্তীর্ণ আকাশের স্নিগ্ধ  নীলিমায় তোমাকে তোমাকে চাই।
তোমাকে পাবো এই ভেবে,
মনের মন্দিরে বসেছিলো এক বর্ণাঢ্য আয়োজন।