আমি পূর্বের তোমাকে দেখতে চাই -
আমি আবারও তোমার হাতে হাত রেখে
জ্যোৎস্না ভরা রাতে হাটতে চাই।


তোমার দেওয়া সেই ফুলটা -
ডায়েরির পাতার বাজে সযত্নে রেখেছি।
তবে মনে হয় এ আর আমি পারব না।
আমি পূর্বের ন্যায় তোমাকে পেতে চাই।


তোমার হাসিতে মুক্তা ঝরুক-
আমি সেই হাসি আবারও দেখতে চাই।
আমি তোমার চোখের ভাষা আমি বুঝিনা-
কেনো বুঝি না?
আমি তো কোনো প্রেমিক নই-
প্রেমিক চোখের ভাষা জানে।
আমি পূর্বের তোমাকে দেখতে চাই।