আমাদের সুখের পাখি বনে বিচরণ করে,
আলোর আশায় নির্জনে বিলাসে।
মৃত ঘাস ফড়িঙের বিচ্ছিন্ন দেহে যে,
রং খোঁজে বিপুল আকাঙ্খা বাসে।


তোমাদের চেনা মুখগুলো স্মৃতির মেঘে,
অবিচ্ছিন্ন ভাসে আকাশের তরঙ্গে।
সময়ের চাকা ঘুরে যায়, তবু সেই মুখ,
হৃদয়ে বিরাজে অন্তরের প্রাঙ্গণে।


আমাদের সুখগুলো বিচ্ছেদের মাঝে,
সংগীতের সুরে মিলে যায় অন্তরে।
জীবনের পথে চলে যাওয়া সময়ের গান,
স্মৃতির সাথে বাঁধা হয়ে থাকে সর্বদা।


পিছুটান - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য