পূর্ব দিগন্তে তোমায় দেখেছি,
সূর্যের উদিত মুখে দীপ্ত আলোয়।
বাতাসের মধুর স্পর্শ দিলে স্মৃতি,
মন লালিত হয় প্রেমের দ্বার।


সমুদ্রের তীরে তোমার চাইতে দেখা,
আকাশের পাতায় বহতে তোমার গান।
বনের প্রদীপে তোমার সুর ছিলে,
সুন্দর মাধবী হয়ে উঠেছিল মন।


পূর্ব দিগন্তে তোমায় দেখেছি,
মেঘের বসন্তে তোমার হৃদয়।
ফুলের মধুর পরিমান আঁকা করেছে,
তোমার মধুর হাসির সীমানায়।


সাগরের সমীপে তোমার মুখের ছায়া,
গগনের উপরে তোমার হৃদয়ের আবেগ।
পূর্ব দিগন্তে তোমায় দেখেছি,
তুমি আমার জীবনের স্বপ্নের ছায়া।


পূর্ব দিগন্তে তোমাকে দেখা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য