কত আকাঙ্ক্ষা করে দেখি তোমার,
প্রেমে, ভক্তিতে নিবদ্ধ মন আমার।
বামন চাঁদ ধরতে হাত বারবার,
তবু পায় না তার সুখের আসর।
চাঁদ তো আসলেই বেশ সুন্দর,
প্রকৃতির একটি অপূর্ব আকৃতি তার।
কিন্তু একটু যত্ন না নেওয়া হলে,
চোখ ভরে বের হয় তার ছবি সম্পর্কে আমার।
চাঁদ আসলেই এক পুরনো মনের বিক্ষোভ,
যার জাদু ভরা সৌন্দর্যে আমার স্বপ্ন অধিক হয়। চাঁদ ধরতে চায় তোমার মনকে,
কিন্তু তার সুখের প্রতি অবহেলা,
তোমার হাতে না থাকলে।
আকাশ সাধনা ছাড়াই পেয়ে গেছে চাঁদকে,
স্বপ্নের প্রভাতে যেন হারিয়ে যায় মন আমার।
চাঁদের প্রেম না করে কেউ কিংবা করলেও না পায় তার ছায়া,
চাঁদ ধরতে পারব না,
তোমার হাতে না থাকলে কিংবা না থাকলে তোমার সুখের কোন আসর।


পরের জন্মে আকাশ হবো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য