পরের জন্মে বারোমাসি ফুল হবো -
তোমার কোপাঁয় সারাবছর ফুলের জোগান দিব।


গাছের ডগায় সঞ্চারী ফুল-
কখনও যে ফুটে ওঠে,
তোমার সৌন্দর্য সঞ্চিত হয়-
তোমার কপালের টিপ।


আকাশ বড্ড বেহায়া -
উড়ে চলে এদিক - ওদিক।
তুমি যেন না করো তা,
প্রকৃতি সে ক্ষমতা তোমায় দিক।


তুমি এসেছিলে নব নব পুষ্পে।
তোমায় দেখে যেন প্রভাতে রবি উঠে।


উঞ্চ দেহ শীতের শুরুতে -
প্রাণ ফিরেছে মনে,
অনুভূতি দিচ্ছে হাতছানি -
শরৎতের শুভারম্ভে।


সরষে গাছে ফুল, মকুল আম গাছে।
হলদে পাখির মধুর কন্ঠ দোল দেয় মনে।


শরৎ আমায় বিভোর করে-
আক্ষেপ  থাকে মনে,
তুমি কখন আসবে।।